গানঃ নিথুয়া পাথারে
শিল্পীঃ ফজলুর রহমান বাবু
ছায়াছবিঃ মনপুরা
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।।
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।।
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।
না জানি বান্ধিতে কেশ।
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।
হয়ে গেল জীবনেরও শেষ।
হয়ে গেল জীবনেরও শেষ।
হয়ে গেল জীবনেরও শেষ।
প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।
প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।।
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।।