আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় - আগুন - Amar Prosnogulo Keno Emon Sopno Hoy - Agun



গানঃ আমার স্বপ্নগুলো কেন এমন

শিল্পীঃ আগুন

কথাঃ খান আসিফুর রহমান

সুরঃ আয়ুব বাচ্চু



আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়,
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়!

আশার সমাধি ঘিরে,
সেই পাখি আজও গান গায়।
একাকি হেঁটে চলেছি আমি,
হৃদয় মরুর আঙ্গিনায়।
এক সুখের বৃষ্টি এসেছিল,
ক্ষণে ক্ষণে তাই মনে হয়।
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়? 

কাব্য কবিতায় ঘিরে,
সত্যি মিথ্যার স্থান পায়।
আমার আকাশের সব মেঘগুলো,
দুঃখের বৃষ্টি হয়ে ঝরে যায়।
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি,
সব কিছু অভিনয় মনে হয়।

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়,
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়!

Post a Comment

Previous Post Next Post