গানঃ কিছু কিছু মানুষের জীবনে
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
কথাঃ রফিকুজ্জামান
ছায়াছবিঃ স্বপ্নের বাসর
ভালবাসা চাওয়াটাই ভুল।
সারাটা জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভুল।
সারাটা জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল।
ভালবাসা চাওয়াটাই ভুল।
সারাটা জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল।
বেধে ছিল যে এই বুকে ঘর
সেই তুলেছে বুক ভাঙা ঝড়।
যে আশা ছিল সপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর।
কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভুল।
ভালবাসা চাওয়াটাই ভুল।
চেয়েছি যাকে ভালবেসে
অন্য কার হয়ে গেছে সে।
হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম
বিনিময়ে তার কাটাই পেলাম।
কিছু কিছু মানুষের ভাগ্যে
কোন দিন ফুটেই না ফুল।
অন্য কার হয়ে গেছে সে।
হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম
বিনিময়ে তার কাটাই পেলাম।
কিছু কিছু মানুষের ভাগ্যে
কোন দিন ফুটেই না ফুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভুল।
ভালবাসা চাওয়াটাই ভুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভুল।
সারাটা জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল।
ভালবাসা চাওয়াটাই ভুল।
সারাটা জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল।