আর যেন ভুল না হয় - Aar Jeno Vul Na Hoy Lyrics



গানঃ আর যেন ভুল না হয়

ছবিঃ ভালবাসা কারে কয়

শিল্পীঃ মনির খান,কনক চাঁপা

গীতিকারঃ রফিকুজ্জামান



রু রু রু রু রু রু রু রু রু রু রু রু
আর যেন ভুল না হয়,
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়।।
প্রতিটি পলকে রেখ চোখে চোখে
কখনো আসে না যে হারাবার ভয়।
আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়।
প্রতিটি পলকে রেখ চোখে চোখে
কখনো আসে না যে হারাবার ভয়।
আর যেন ভুল না হয়,ভুল না হয়।

তু রু রু রু রু রু রু রু রু রু রু রু
ও এত প্রেম আছে ছোট্ট এই বুকে
আরো আগে বুঝিনি কেন
আরো আগে বুঝিনি কেন।
ও সব চাওয়া পাওয়া পূর্ণ না হতে
মরনও আসে না যেন
মরনও আসে না যেন।
যতদিন বাঁচি রবো কাছাকাছি
তবু এই বাসনা জানি ফুরাবার নয়
আর যেন ভুল না হয়,ভুল না হয়।

তু রু রু রু রু রু রু তু রু রু রু রু
ও শতবার আমার জন্ম যদি হয়
তোমাকেই যেন আমি পাই
তোমাকেই যেন আমি পাই।
ও অন্তরে তবু তৃষ্ণা রবে গো
মনে হবে আরো বেশী চাই
মনে হবে আরো বেশী চাই।
আমি যে তোমারি তুমিও আমারি
জনমে জনমে রবে এই পরিচয়।

আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়
প্রতিটি পলকে রেখ চোখে চোখে
কখনো আসে না যেন হারাবার ভয়।
আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়।
প্রতিটি পলকে রেখ চোখে চোখে
কখনো আসে না যে হারাবার ভয়।
আর যেন ভুল না হয়।
আর যেন ভুল না হয়,ভুল না হয়।

Post a Comment

Previous Post Next Post