কী করে বললে তুমি লিরিক্স - Ki Kore Bolle Tumi Lyrics



গানঃ কী করে বললে তুমি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

কথাঃ গোলাম মোর্শেদ

সুরঃ লাকী আখন্দ

অ্যালবামঃ লাকী আখন্দ

ব্যান্ডঃ এলআরবি



কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভূলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলীপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।

Post a Comment

Previous Post Next Post