নীল বেদনা এলআরবি লিরিক্স - Nil Bedona LRB Lyrics



গানঃ নীল বেদনা

শিল্পীঃ আয়ুব বাচ্চু

ব্যান্ডঃ LRB

অ্যালবামঃ সপ্ন

গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী



রাত ঘুম নেই আমার চোখে
জেগে আছি এই চন্দ্রালোকে
নীল জোছনায় তুমি কোথায়

বুক ভরা শুধু দুখের ই ক্ষত
বাউলের একতারার মত
এই আমাকে শুধু কাদায়

নীল বেদনা ঘিরে রয়েছে আমায়
দুর অতীতের দুঃখ ডাকে আমায়

তুমি এ রাতে কোন সুদুরে
মন তাই মেতে অচেনা সুরে
চেনা আমাকে নিয়ে কাছে

তুমি যেন এক নদীর মত
বলছ আমায় ডেকে কত
আমি তোমাকে ভালবাসি

তবু কেন যে ধুসর এই প্রিথীবি আমার
বোবা অস্রুতে নোনা হয়ে যায় চেতনা

একাকী একজন এই আমি
সপ্নের যত ক্লান্তি আমার
আপন করে বুকে জড়ায়

ক্লান্ত রাজপথ ঘুমাল যখন
তুমিও আমার কবিতা তখন
ধীরে ধীরে জেগে ওঠো

Post a Comment

Previous Post Next Post