আমার প্রিয়া ক্যাফে লিরিক্স - Amar Priya Cafe Lyrics


গানঃ আমার প্রিয়া ক্যাফে

কন্ঠঃ গৌতম চট্টোপাধ্যায়

কথাঃ গৌতম চট্টোপাধ্যায়

সুরঃ গৌতম চট্টোপাধ্যায়

ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো

অ্যালবামঃ ঝরা সময়ের গান



কাঁপে কাঁপে
আমার হিয়া কাঁপে

এ কি যে কান্ড
এ কি যে কান্ড
এ কি কান্ড সব পন্ড এ ব্রহ্মান্ড
শূণ্য লাগে
তুমি ছাড়া শূণ্য লাগে
কাঁপে কাঁপে…….

কি যে ছাই চিন্তা
কি যে ছাই চিন্তা
কি ছাই চিন্তা ওহে কান্তা পোড়ে প্রাণটা
দুঃখ জাগে
তুমি ছাড়া শূণ্য লাগে
কাঁপে কাঁপে……..

কপালটা মন্দ
কপালটা মন্দ
কপাল মন্দ লাগে ধন্দ কাটে ছন্দ
বিরহ রাগে
তুমি ছাড়া শূণ্য লাগে
কাঁপে কাঁপে…….

শিরে সংক্রান্তি
শিরে সংক্রান্তি
হে অশান্তি দাও ক্ষান্তি সব ভ্রান্তি
দূর হোক আগে
কফি ছাড়া শূণ্য লাগে
ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে

Post a Comment

Previous Post Next Post