বধু বেশে কন্যা যখন এলো রে লিরিক্স - Bodhu Beshe Konna Jokhon Elo Re Lyrics



গানঃ বধু বেশে কন্যা যখন এলো রে

শিল্পীঃ মমতাজ ও রথীন্দ্র নাথ রায়

গীতিকারঃ কবির বকুল

ছায়াছবিঃ হৃদয়ের বন্ধন


খোদার আরশ হতে এলো পয়গাম
দিতে হবে জোড়া বেধে আজ দু'টি নাম
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
বধূ বেশে কন্যা যখন এলো রে,
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে!
কে আপন কে যে পর হলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
ও ও ও বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।

বন্ধু স্বজন সাক্ষী রয়
একটি কবুল বলতে হয়
হায় আল্লাহ মিলায় যেন দু'টি মন
হায় আল্লাহ মিলায় যেন দু'টি মন
স্বপ্ন দেখে কনে বর
একটি সংসার একটি ঘর
হয়ে যায়রে দু'টি হৃদয়ের বন্ধন
হয়ে যায়রে দু'টি হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।

The Midnight Meat Train 2008 মুভি রিভিউ


ছোট্ট তোমার মামনি
বধূ সেজে এখনি
আজ দেখ পরের ঘরে চলে যায়
আজ দেখ পরের ঘরে চলে যায়
ভুলবে তাকে কি করে
অশ্রুতে চোখ যায় ভরে
নিয়তির খেলা বোঝা বড় দায়
নিয়তির খেলা বোঝা বড় দায়
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে।
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ

Post a Comment

Previous Post Next Post