যদি থাকে নসীবে আপনা আপনি আসিবে - Jodi Thake Nosibe Lyrics



গানঃ যদি থাকে নসিবে

শিল্পীঃ শামসুল হক চিশতী

কথা ও সুরঃ শামসুল হক চিশতী



যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে।
জোর করে মন হরণ করো না, করে ছলনা।
এই যে ভীষণ যন্ত্রণা।

যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে।
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে।
জোর করে মন হরণ করো না, করে ছলনা।
এই যে ভীষণ যন্ত্রণা।
এই যে ভীষণ যন্ত্রণা।।

আপন মন হয় মনের মতন,
মনে মন করে আকর্ষন।
আপন মন হয় মনের মতন,
মনে মন করে আকর্ষন।
সেই মনে আর ঘুণে ধরে না রে, ধরে না।
সেই মনে আর ঘুণে ধরে না।।

ভাল লাগলে ভালবেসে,
কাছে বসে মুচকি হাসে।
ভাল লাগলে ভালবেসে,
কাছে বসে মুচকি হাসে।
তাড়ায়া দিলেও সরে না রে, মন সরে না।
তাড়ায়া দিলেও সরে না।।

বেহায়া মনা শামসুল হকে,
আশার মশাল জ্বেলে বুকে।
বেহায়া মনা শামসুল হকে,
আশার মশাল জ্বেলে বুকে।
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে, মন মিলে না।
অন্ত্রে যন্ত্রে করে সাধনা।।

মনচোরা হালিম চাঁন,
নির্দয়া, নিঠুর পাষাণ।
মনচোরা হালিম চাঁন,
নির্দয়া, নিঠুর পাষাণ।
আঁখির জলে মন টলে না রে, তার টলে না।
আঁখির জলে মন টলে না।।

যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে।
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে।
জোর করে মন হরণ করো না, করে ছলনা।
এই যে ভীষণ যন্ত্রণা।
এই যে ভীষণ যন্ত্রণা।
এই যে ভীষণ যন্ত্রণা।।

Post a Comment

Previous Post Next Post