গানঃ কানার হাট বাজার
শিল্পীঃ রিংকু
কথা ও সুরঃ লালন শাহ
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার…
এক কানা কয় আর এক কান।রে
চল এবার ভব পারে ।।
নিজে কানা
পথ চেনে না
পরকে ডাকে বারং বার
এসব দেখি কানার হাট বাজার……
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে
পন্ডিত কানা অহংকারে
মোড়ল কানা চুগলখোরে
আন্দাজে এক খুটি গেরে ।।
জানেনা সীমানা কার
এসব দেখি কানার হাট বাজার…।।
কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রস গোল্লা গো
আবার লালন বলে মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার
এসব দেখি কানার হাটবাজার……