যেখানে সাঁইর বারামখানা লিরিক্স - Jekhane Sair Baramkhana Lyrics



গানঃ যেখানে সাঁইর বারামখানা

শিল্পীঃ ফরিদা পারভীন

কথা ও সুরঃ লালন শাহ

ছায়াছবিঃ মনের মানুষ


শুনিলে প্রাণ চমকে ওঠে
দেখতে যেমন ভুজাঙ্গনা
যেখানে সাঁইর বারাম খানা

যা ছুঁইলে প্রাণ পোড়ে
এই জগতে তাইতেই তরী
বুঝেও তা বুঝতে নারি
কীর্তি কর্ম'র কি কারখানা

আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে
কু-বৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।

যে ধনের উৎপত্তি প্রানধন
সেই ধনেরই হলো না যতন
অকালের ফল পাকায় লালন
এই দুঃখের তো শোর মিললো না।।

শুনিলে প্রাণ চমকে ওঠে
দেখতে যেমন ভুজাঙ্গনা
যেখানে সাঁইর বারাম খানা।।

Post a Comment

Previous Post Next Post