জাত গেল জাত গেল বলে লিরিক্স - Jat Gelo Jat Gelo Bole Lyrics



গানঃ জাত গেল জাত গেল বলে

শিল্পীঃ শফি মন্ডল

কথা ও সুরঃ লালন শাহ

ছায়াছবিঃ মনের মানুষ


জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না।।

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না।।

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো শুচি,
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাকেও ছাড়বে না।।

গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না।।

Post a Comment

Previous Post Next Post