গানঃ জন্ম থেকে জ্বলছি মাগো
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী / সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ জন্ম থেকে জ্বলছি
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আমজাদ হোসেন
বছরঃ ১৯৮১
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বল সইবো
আবার আদেশ করো তুমি আদেশ করো
ভাঙ্গনের খেলা খেলবো।।
আমার এ ব্যাথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
দুখে আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ও মা তোমার ভাঙ্গা সংসার
কবে যে সুখে ভরে তুলবো।।
আমি তো দেখিনি আলো
জীবনে কোনদিন
এত আশা ভালবাসা
আধারে হল মলিন
দিন চলে যায় দাও বিদায়
সময় হলেই ফিরে আসবো।।