গানঃ যার যার ধর্ম
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না
সুরকারঃ জেমস
বছরঃ ১৯৯৬
আমাদের ধর্ম আমাদের কাছে
তোমাদের ধর্ম তোমাদের কাছে।
যার যার ধর্ম তার তার কাছে,
যার যার ভাষা তার তার দেশ।
কেউ কেউ যায় মসজিদে,
কেউ কেউ যায় মন্দিরে।
প্রার্থনা রত কেউ প্যাগোডায় গির্জাতে।
যার যার ধর্ম তার তার কাছে,
যার যার ভাষা তার তার দেশ।
শোন শোন ঐ ওঠে রব – সকল
মাতৃভাষাতে
একটি চিঠি হচ্ছে বিলি –
‘ভাষাই ধর্ম,ভাষাই দেশ’
যার যার ধর্ম তার তার কাছে,
যার যার ভাষা তার তার দেশ।