যার যার ধর্ম লিরিক্স - Jar Jar Dhormo Lyrics


গানঃ যার যার ধর্ম

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না

সুরকারঃ জেমস

বছরঃ ১৯৯৬



আমাদের ধর্ম আমাদের কাছে
তোমাদের ধর্ম তোমাদের কাছে।
যার যার ধর্ম তার তার কাছে,
যার যার ভাষা তার তার দেশ।

কেউ কেউ যায় মসজিদে,
কেউ কেউ যায় মন্দিরে।
প্রার্থনা রত কেউ প্যাগোডায় গির্জাতে।
যার যার ধর্ম তার তার কাছে,
যার যার ভাষা তার তার দেশ।

শোন শোন ঐ ওঠে রব – সকল
মাতৃভাষাতে
একটি চিঠি হচ্ছে বিলি –
‘ভাষাই ধর্ম,ভাষাই দেশ’

যার যার ধর্ম তার তার কাছে,
যার যার ভাষা তার তার দেশ।

Post a Comment

Previous Post Next Post