গানঃ যদি তুমি জানতে
শিল্পীঃ মিনার রহমান
কথাঃ মিজান
সুরঃ হুমায়ূন
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
রোদেলা সময়,
হয়েছে মেঘ
তোমারই নামে
পুড়ছে আবেগ
তবু পথ খুঁজে যাই
পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল
জল ছুঁয়ে যায়
চোখে বারবার
তুমি না ফিরলে
আমি হব কার
তবু পথ খুঁজে যাই
পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল
Tags:
মিনার রহমান