যদি তুমি জানতে লিরিক্স - Jodi Tumi Jante Lyrics - Minar



গানঃ যদি তুমি জানতে

শিল্পীঃ মিনার রহমান

কথাঃ মিজান

সুরঃ হুমায়ূন



যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল

আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে

রোদেলা সময়,
হয়েছে মেঘ
তোমারই নামে
পুড়ছে আবেগ
তবু পথ খুঁজে যাই
পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল

জল ছুঁয়ে যায়
চোখে বারবার
তুমি না ফিরলে
আমি হব কার
তবু পথ খুঁজে যাই
পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল

যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল
আমার মুঠোই বন্দী এখন শুধুই
স্মৃতি শতদল

Post a Comment

Previous Post Next Post