আমি তর চোখের দিকে লিরিক্স - Ami Tor Chokher Dike Lyrics



গানঃ চোখ

শিল্পীঃ মিনার রহমান

কথাঃ মেহেদি হাসান লিমন

সুরঃ নাজির মাহমুদ



আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে
আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে

তুই তাকালে মেঘের পাল, ডানা মেলে ওড়ে গাঙচিল
তোর ইশারা দিচ্ছে সাড়া, হৃদয় সুখের অন্ত্যমিল
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে
আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে

খুব অদূরে রাত্রি ভোরে ইচ্ছেগুলো হচ্ছে নিখোঁজ
জানাশোনা তোর বায়না আনমনা হই আমি অবুঝ
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে
আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে

Post a Comment

Previous Post Next Post