গানঃ হে ঢাকা
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ প্রসূন রহমান
সুরঃ রেজাউল করিম লিমন
ছায়াছবিঃ ঢাকা ড্রিম ২০২০
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [৪]
হে ঢাকা চল ঢাকা
তোমার আমার ঢাকা রে,
ঢাকার বুকে নাই বা থাকুক
একটু খানি ফাঁকা রে।
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [২]
হে ঢাকা চল ঢাকা
তোমার আমার ঢাকা রে,
ঢাকার বুকে নাই বা থাকুক
একটু খানি ফাঁকা রে।
এই শহরের পথে পথে
মানুষ শুধুই মানুষ ভাসে,
স্বপ্নগুলো হারিয়ে গেলে
জীবন শুধুই মুচকি হাসে।
সব হারালেও প্রাণের ফাঁকে
একটু বাঁচার আশা রে।
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [২]
তোমাদের ওই থাকতে হবে
আমাদের ওই আসতে হবে।
আসা আর থাকা ছাড়া
নাই কোন ঊপায়।
আমরা সবাই কেন্দ্রীভূত
ভাসা ভাসা এই শহরে,
আশা নিয়ে জীবন নামের
পশরা সাজাই।
দিনে দিনে বাড়ছে মানুষ,
বাড়ছে নগর, বাড়ছে গাড়ী।
আগামীকাল আসবে যারা
কোথায় হবে তাদের বাড়ি?
অচল হয়ে গেছে শহর
নাই কারো হুস, নাইকো গরজ,
মানুষেরই এই শহরে
বাঁচার চেয়ে মরণ সহজ।
সব হারালেও প্রাণের ফাঁকে
একটু বাঁচার আশা রে।
হে ঢাকা চল ঢাকা
ঢাকা, ঢাকা রে... – [৪]