গানঃ জীবন ফুরিয়ে যাবে
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ বিদ্রোহ চারিদিকে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?
পৃথিবীর বুকে নয় তোমারি বুকে
প্রিয়তম দাও তুমি ঠাই।
শুধু বুকে ঠাই নয়, প্রাণটি করে
হৃদয়ে রেখে দিতে চাই।
ভরেছ এ মন তুমি সুখেরই কোন মহা প্লাবনে।
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?
হৃদয় আমার যেন একটা সাগর
তুমি যেন সাগরের ঢেউ।
কি গভীর বন্ধন, এই দুজনার
কোন দিনও বুঝবেনা কেউ।
তুমি যদি ভাঙো মন ডুবে যাবে আখি দুটি শ্রাবণে।
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?
হৃদয় আমার যেন একটা সাগর
তুমি যেন সাগরের ঢেউ।
কি গভীর বন্ধন, এই দুজনার
কোন দিনও বুঝবেনা কেউ।
তুমি যদি ভাঙো মন ডুবে যাবে আখি দুটি শ্রাবণে।
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে।
মরার আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে?