ইশারায় শিষ দিয়া আমাকে ডেকো না - Isharay Sish Diya Amake Deko Na




গানঃ ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি : বন্দিনী
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে আমাকে দেখো না
লাজে মরি, মরি, মরি গো।।

ষোলটি বছর পার হয়েছে বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে কখন এখন আমি কী করি
লাজে মরি, মরি, মরি গো।।

না পারি রইতে না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভে না জলে এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা আমি তাকে প্রেমের সাগরে
দুজনেই ডুবে মরি
লাজে মরি, মরি, মরি গো।।

Post a Comment

Previous Post Next Post