গানঃ জীবন গেল তোমার খোঁজে
শিল্পীঃ উপল ইসলাম
কথা ও সুরঃ উপল ইসলাম
অ্যালবামঃ ক্রমান্বয়
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গইনাছি
বন্ধু তুমি কই।।
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই।
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই।
আষাঢ় মাসে আমার চোখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশটাও ভিজেছে অনেক।।
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই।
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই।
ভালোবাসার মূল্য কত আগে বুঝি নাই
অমূল্য সে মানিক রতন কোথা খুঁজে পাই?
মন পুরিয়ে গেল পাখি গহীন বনে কই!
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই।
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই।
Tags:
বিরহের গান