আমারে কি রাখবেন গুরু চরণদাসী - Amare Ki Rakhben Guru Charon Dasi Lyrics



গানঃ চরণদাসী

শিল্পীঃ চন্দনা মজুমদার

কথা ও সুরঃ লালন শাহ


আমারে কি রাখবেন গুরু চরণদাসী।
ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।।

জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম করার দিয়ে।
সে সকল গিয়েছি ভুলে ভবে তে আসি।।

চিনলাম না সে গুরু কি ধন
জানলাম না তার সেবা সাধন।
ঘুরতে বুঝি হলো রে মন আবার চৌরাশি।।

গুরু যার থাকে সদয়
শমন বলে তার কিসের ভয়।
লালন বলে মন তুই আমায় করলি দোষী।।

Post a Comment

Previous Post Next Post