দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারী লিরিক্স - Dekh Na Mon Jhokomari Ei Duniadari Lyrics



গানঃ দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারী

শিল্পীঃ বিপাশা পারভীন

কথা ও সুরঃ লালন শাহ


দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।।

বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে কার
ঠিক নাই তারই।
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে দড়ি।।

দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই।
খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।।

যা করো তাই করো রে মন
পিছের কথা রেখ স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোন রে লালন
হোস নে কারো ইন্তেজারি।।

Post a Comment

Previous Post Next Post