ফিরে এসোনা লিরিক্স - ইমরান - Fire Esho Na Lyrics - Imran



গানঃ ফিরে এসো না

শিল্পীঃ ইমরান মাহমুদুল

অ্যালবামঃ বলতে বলতে চলতে চলতে



ও...স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে

কতটা কঠিন বাঁচা তুমি হীন
আঁধারে বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শুণ্যতাতে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে

হারানো ক্ষত অবিরত
মনেতে কত ব্যাথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদে
প্রেম যে কাঁদে কি করে বোঝাই
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শুণ্যতাতে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলনা আবার একসাথে

Post a Comment

Previous Post Next Post