আল্লাহ নবীজির নাম লিরিক্স - হাসান - Allah Nobijir Naam Lyrics - Hasan



গানঃ আল্লাহ নবীজির নাম

শিল্পীঃ হাসান

কথাঃ আহমেদ রিজভি

সুরঃ আশিকুর রহমান সেন্টু

অ্যালবামঃ শুধু তোমারই কারণে



আশে-পাশের ময়-মুরুব্বি
যে আছেন যেথায়
সত্যি কথা হায়
এই অন্ধ কালা কয়
জগৎ নামের ইস্টিশনে
কারো থাকন নাই
কারো থাকন নাই
এই ইস্টিশনে ভাই
একবার আইসা থাইকা যাইবা
এমন হবার নয়
সবার যাইতে হয়
এক নতুন ঠিকানায়
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান
কারো নিস্তার নাই
কারো নিস্তার নাই
না হইলে মুমিন ভাই
আমার আল্লাহ নবীজির নাম
ও আমার আল্লাহ নবীজির নাম

আল্লার কাছে সবই আছে
একটি জিনিস নাই
নাইরে মিথ্যা নাই
তার সবই সত্যি ভাই
নবী বলছেন নামাজ পড়ো
রোজা রাখো তাই
এই দুনিয়ায় ভাই
বেহেশত যদি চাই
বাড়ি গাড়ি টাকা কড়ি
কিছুই রবে না
সঙ্গে যাবে না
সব হইয়া যাইবো ছাঁই
মাটির দেহ মাটি হইয়া
মিলবো মাটিতে
হইবো যাইতে
সেই আঁধার ঘরে ভাই
আমার আল্লাহ নবীজির নাম
ও আমার আল্লাহ নবীজির নাম

পিতা-মাতার মত আপন
দুনিয়াতে নাই
নাইরে আপন নাই
কি কই শোনো ভাই
নিজে খাইছেন না খাইছেন কি
তাহার হিসাব নাই
নাইরে হিসাব নাই
সব সন্তানদের খাওয়াই
কত যত্নে লালন পালন
করছেন জীবন ভর
হইও না তার পর
তয় কানবা জীবন ভর
প্রাণের আপন সদাই যে-জন
কাছে না আর রয়
সত্যি কথা হায়
এই অন্ধ কালায় কয়
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম

Post a Comment

Previous Post Next Post