দুঃখ ভালবেসে প্রেমের খেলা খেলতে হয় লিরিক্স - Dukkho Bhalobese Premer Khela Khelte Hoy Lyrics



গানঃ দুঃখ ভালবেসে প্রেমের খেলা

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

কথাঃ আমজাদ হোসেন

সুরঃ আলাউদ্দীন আলী

ছায়াছবিঃ জন্ম থেকে জ্বলছি



দুঃখ ভালোবেসে
প্রেমের খেলা খেলতে হয়
আগুনে মন পুড়ে
অলঙ্কার বানাতে হয়

কোনদিন কোনদিন যদি আসে
আমি নাই গো পাশে
সেইদিন সেদিন বলো অবশেষে
প্রেম থাকে বিশ্বাসে

চিরদিন চিরদিন প্রেম বলে
আমি তো চোখের জলে
সব ঋণ সব ঋণ মুছে দিয়ে
মরবো তোমাকে নিয়ে

Post a Comment

Previous Post Next Post