এ এমন পরিচয় লিরিক্স - E Emon Porichoy Lyrics



গানঃ এ এমন পরিচয়

কথাঃ সালাউদ্দীন সজল

সুরঃ পার্থ বড়ুয়া

ব্যান্ডঃ সোলস



এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা।।
নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে।
এ যেন কল্পনা, মিলন মোহনা।
রঙীন চাদর বোনা।।
এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

Post a Comment

Previous Post Next Post