চৈত্রের কাফন লিরিক্স - Choitrer Kafon Lyrics


শিরোনামঃ চৈত্রের কাফন

কথাঃ রঞ্জন ঘোষাল

সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায়

কন্ঠঃ তপেশ বন্দোপাধ্যায় (ভানু), প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল

ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো

অ্যালবামঃ দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি



যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে
যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে
বন জানে অভিমানে গেছে সে অবহেলে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

আকাশে কেঁপেছে বাঁশিসুর
আঁচলে উড়েছে ময়ূর
চলে যাই বলেছিলে চলে যাই
মহুল তরুর বাহু ছুঁয়ে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

সে বুঝি শুয়ে আছে চৈত্রের
হলুদ বিকেল
যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে
যেখানে চূর্ণফুল ঝরে তার
কাফনে

Post a Comment

Previous Post Next Post