দৃষ্টি প্রদীপ জ্বেলে খুজেছি তোমায় লিরিক্স - Dristi Prodip Jele Khujechi Tomay Lyrics



গানঃ দৃষ্টি প্রদীপ জ্বেলে

শিল্পীঃ মিসবাহ

ব্যান্ডঃ ডিফারেন্ট টাচ

অ্যালবামঃ শ্রাবনের মেঘ



দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুজেছি তোমায়,
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়,
এ জীবনে তুমি ছাড়া, আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই।
দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুজেছি তোমায়,
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়।

কেটেছে বিনিদ্র রাত একা একা,
বেদনার বালুচরে, মেলেছি পাখা। (২)
তুমিহীনা এ জীবন ভালো লাগে না
এ মনের গভীরেতে ব্যথা দিও না।

দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুজেছি তোমায়,
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়।

কত পার্বন আসে যায়
তুমি এলে না,
মনো দ্বিপ নিভে গেছে
আর জ্বলে না। (২)

তুমিহারা এ ভুবনে কিছু চাই না
এ মনের বন্দরে ফিরে এসো না

দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুজেছি তোমায়,
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়,
এ জীবনে তুমি ছাড়া, আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই।
দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুজেছি তোমায়,
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়।

Post a Comment

Previous Post Next Post