যতটা পথ তুমি চিনে রেখেছ লিরিক্স - Jotota Poth Tumi Chine Rekhecho Lyrics



গানঃ যতটা পথ তুমি চিনে রেখেছ

শিল্পীঃ জেমস


যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রব
ছোঁড়াকাঁটার মত জড়াব আঁচল।
পারবে কি আমাকে ফেরাতে তুমি।

তোমার ঘুমে স্বপ্ন হয়ে আসব কাছে আমি
তোমার সকালে ঘুম ভাঙ্গাব দোয়েলের শিষ হয়ে
এভাবে সারাক্ষণ থাকব আমি
পারবে আমাকে ফেরাতে তুমি।

চলার পথে ক্লান্ত হলে ছায়া হব তোমার
দু:খ সুখে দীর্ঘশ্বাসে ছোঁব হৃদয় তোমার
আলোকিত আমি আঁধারে তোমার
পারবে আমাকে ফেরাতে তুমি।

যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রব
ছোঁড়াকাঁটার মত জড়াব আঁচল।
পারবে কি আমাকে ফেরাতে তুমি।

Post a Comment

Previous Post Next Post