ধাঁধার থেকেও জটিল তুমি লিরিক্স - Dhadar Thekeo Jotil Tumi Lyrics



গানঃ ধাঁধার থেকেও জটিল তুমি

শিল্পীঃ সুব্রত ঘোষ

কথা ও সুরঃ জয়জিৎ লাহিড়ী

ছায়াছবিঃ গড়ের মঠ



ধাঁধার থেকেও জটিল তুমি, ক্ষিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট
স্বপ্ন হয়েই যখন-তখন, আঁকড়ে আমায় ধরো
তাইতো বলি আমায় বরং, ঘেন্না করো, ঘেন্না করো

...গুণগাণের হাজার বুলি, শুধুই সময় নষ্ট
আঁকছ ছবি সমস্ত দিন, রঙ সবই অস্পষ্ট
সুখের থেকে হাজার গুণে, দুঃখ আমার ভালো
তাইতো বলি আমায় বরং, ঘেন্না করো, ঘেন্না করো

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো?
চিনতে যদি পেরেই থাকো, ঘেন্না করো ঘেন্না করো

Post a Comment

Previous Post Next Post