গানঃ দিবসে তোমাকে চাই
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রুকিশোর
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ আমার স্বপ্ন তুমি
নিশীতে তোমাকে চাই,
আলোতে তোমাকে চাই,
আধারে তোমাকে চাই,
সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে।
আপনার চেয়ে আরো আপন করে।
আপনার চেয়ে আরো আপন করে।।
ভালোবাসি তোমাকে আমি
এই কথা তো কোনো কথা নয়,
যদি ভালোবেসে মরনে না হয়।
ভালোবাসি তোমাকে আমি
এই কথা তো কোনো কথা নয়,
যদি ভালোবেসে মরনে না হয়।
আষাঢ়ে তোমাকে চাই,
শ্রাবনে তোমাকে চাই,
শরৎ এ তোমাকে চাই,
ফাগুনে তোমাকে চাই,
তোমার বুকটা চিড়ে খুজে নিও মোরে।
আপনার চেয়ে আরো আপন করে।
আপনার চেয়ে আরো আপন করে।।
ভালোবেসে বুঝেছি আমি
এই জীবনে ভরবে না মন,
কেন এত ছোট হয় গো জীবন?
ভালোবেসে বুঝেছি আমি
এই জীবনে ভরবে না মন,
কেন এত ছোট হয় গো জীবন?
জীবনে তোমাকে চাই,
মরনে তোমাকে চাই,
শয়নে তোমাকে চাই,
স্বপনে তোমাকে চাই,
তোমার সঙ্গী হবো হাতে হাত ধরে।
আপনার চেয়ে আরো আপন করে।
আপনার চেয়ে আরো আপন করে।।
দিবসে তোমাকে চাই,
নিশীতে তোমাকে চাই,
আলোতে তোমাকে চাই,
আধারে তোমাকে চাই,
সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে।
আপনার চেয়ে আরো আপন করে।
আপনার চেয়ে আরো আপন করে।।