মিলন হবে কত দিনে লিরিক্স - Milon Hobe Koto Dine Lyrics



গানঃ মিলন হবে কত দিনে

শিল্পীঃ কনক চাঁপা

কথা ও সুরঃ লালন শাহ

ছায়াছবিঃ মিলন হবে কত দিনে


মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে।

চাতক প্রায় অহর্নিশি,
চেয়ে আছে কলো শশী।
চাতক প্রায় অহর্নিশি,
চেয়ে আছে কলো শশী।
হবো বলে চরণ দাসী,
তা হয়না কপাল গুণে।
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে।।

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন,
লুকালে না পায় অন্বেষণ।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন,
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে তেমন,
ও রুপ হেরিয়ে দর্পণে।
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে।

যখন ঐ রুপ স্বরণ হয়,
থাকেনা লোক লজ্জার ভয়।
যখন ঐ রুপ স্বরণ হয়,
থাকেনা লোক লজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদায়,
প্রেম যে করে সেই জানে।
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে।

Post a Comment

Previous Post Next Post