ভালবাসতে গিয়ে আমি লিরিক্স - Valobaste Giye Ami Lyrics



গানঃ ভালবাসতে গিয়ে আমি

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ ও বেবী নাজনীন

কথা ও সুরঃ কবির বকুল

ছায়াছবিঃ দুই বধু এক স্বামী


ভালবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম,
কাছে আসতে চেয়ে তোমার দূরেই রয়ে গেলাম।
আমি ভুলকে ফুল ভেবে কাঁটার আঘাত শুধু পেলাম।
ভালবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম,
কাছে আসতে চেয়ে তোমার দূরেই রয়ে গেলাম।
আমি ভুলকে ফুল ভেবে কাঁটার আঘাত শুধু পেলাম।

আলো ভেবে মনে জড়াতে যাকে চাই,
আলো নয় আলেয়া কি করে মনকে বোঝাই।
আলো ভেবে মনে জড়াতে যাকে চাই,
আলো নয় আলেয়া কি করে মনকে বোঝাই।
আমার ভালবাসায় ছিলনা কোন ভুল,
তবুও দিতে হলো সে ভূলের মাসুল।
মিথ্যে কিছু স্বপ্নে মনটা সাজিয়ে ছিলাম।
ভালবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম,
কাছে আসতে চেয়ে তোমার দূরেই রয়ে গেলাম।
আমি ভুলকে ফুল ভেবে কাঁটার আঘাত শুধু পেলাম।

দূরে সরে যাবো হব না বাঁধা আর,
সুখে থাকো তুমি শুভ কামনা আমার।
দূরে সরে যাবো হব না বাঁধা আর,
সুখে থাকো তুমি শুভ কামনা আমার।
জীবন হয়ে গেল বেদনার বালুচর,
বুকে চাপা কান্না হৃদয়ে বইছে ঝড়।
অন্তর গেল ভেঙ্গে প্রেম তো হয়েছে নিলাম।
ভালবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম,
কাছে আসতে চেয়ে তোমার দূরেই রয়ে গেলাম।
আমি ভুলকে ফুল ভেবে কাঁটার আঘাত শুধু পেলাম।

Post a Comment

Previous Post Next Post