আমি রজনীগন্ধা ফুলের মতো লিরিক্স - Ami Rojonigondha Fuler Moto Lyrics



গানঃ আমি রজনীগন্ধা ফুলের মতো

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

কথাঃ মাসুদ করিম

সুরঃ সুবল দাস

ছায়াছবিঃ রজনীগন্ধা



আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।

বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।

আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।

চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।

আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

Post a Comment

Previous Post Next Post