বসন্ত এসে গেছে - ফুল ভার্সন - স্যাড ভার্সন - Bosonto Ese Geche - Full Version - Sad Version - Male Version



গানঃ বসন্ত এসে গেছে

শিল্পীঃ অনুপম রায়

কথা ও সুরঃ অনুপম রায়

ছায়াছবিঃ চতুষ্কোণ



একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি
কানাঘুষা শোনা যায়, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে,
কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে,
বসন্ত এসে গেছে।
তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

দূর হোক বানানের অকারণ চিন্তা
ই ঈ উ ঊ
ফাঁকা হোক ফুটপাত হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারামে
কেউ কানে কানে বলে গেলো
শোনা গেছে খবরে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম, বসন্ত এসে গেছে।

রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে ডালপালা
মুকুলের সন্ধানে, বসন্ত এসে গেছে
তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

এই বসন্তে কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে,
আমার কাছে..
বসন্ত এসে গেছে
তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

Post a Comment

Previous Post Next Post