আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম লিরিক্স - Ami Ful Na Hoye Kata Hoye Besh Chilam Lyrics



গানঃ আমি ফুল না হয়ে

শিল্পীঃ মান্না দে

কথাঃ পুলক বন্দোপাধ্যায়

সুরঃ প্রভাস দে



আমি ফুল না হয়ে
কাঁটা হয়েই বেশ ছিলাম
জানিনা কোন ভুলে
তোমার আঁচলে জড়ালাম

আমি সুখ না হয়ে
দুঃখ হয়েই বেশ ছিলাম
কেন যে তোমার বুকে
দীর্ঘশ্বাস ছড়ালাম

সকলেই অঝর ধারার
বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই
সারাজীবন রয়
আমি অনেক দূরের
আগুন হয়েই বেশ ছিলাম
কেন যে কাছে এসে
তোমার মনে ছড়ালাম

চাইলে মনের মত
ফুল কি সবাই পায়
জীবনে অনেক কিছুই
শূণ্য রয়ে যায়
আমি আমার ব্যথার বোঝা
নিয়েই বেশ ছিলাম
সব ব্যথার আশায়
কেন যে হাত বাড়ালাম

Post a Comment

Previous Post Next Post