কত রঙ্গ জানো রে মানুষ লিরিক্স - Koto Rongo Jano Re Manush Lyrics



গানঃ কত রঙ্গ জানো রে মানুষ

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

সুরকারঃ আলম খান

গীতিকারঃ মনিরুজ্জামান মনির

ছায়াছবিঃ প্রাণ সজনী



কত রঙ্গ জানরে মানুষ কত রঙ্গ জান।
তুমি এই ভাল এই মন্দ
ক্ষণে হাস ক্ষণে কান্দ
হায়রে একি দ্বন্দ।।

চক্ষু দুইখান হাত দুইখান
আছে সবার সমান সমান।
তবু কেন নানান রকম
চলন বলন মনের ধরণ
বুঝি না তার মর্ম।।

ঘুড়লাম কত দেখলাম কত
পাইলাম না মন মনের মত।
আমি অধম আর কী বলি
জ্ঞানের ডিব্বা রইলো খালি
বৃথা সাদের জন্ম।।

Post a Comment

Previous Post Next Post