চোখের নজর এমনি কইরা লিরিক্স - Chokher Nojor Emni Koira Lyrics


গানঃ চোক্ষের নজর এমনি কইরা

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

ছায়াছবিঃ ফকির মজনু শাহ

সুরকারঃ আলাউদ্দিন আলী

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার



চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।। ও ও ও

সকল কথার মরন হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর
সেতো কইয়া যাবে।। ও ও ও

এই চক্ষুতেই রোদ্রে উঠে
আবার উঠের ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও সইয়া যাবে।।

Post a Comment

Previous Post Next Post