গানঃ তুমি পেরেছিলে
শিল্পীঃ জেমস
তুমি পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ
ওও হেরেছি আমি আর জিতেছো তুমি
বলবনা কখনো তোমায়
হিসেব না হয় তুমি নিজেই করে নিও
জানাতে হবোনা আমায়
হেরেছি আমি আর জিতেছো তুমি
বলবনা কখনো তোমায়
হিসেব না হয় তুমি নিজেই করে নিও
জানাতে হবোনা আমায়
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ
ওও ফুলে ভরা মনে বিষাদী পাপড়ি
দিয়েছিলে তুমি আমায়
সুভাসটুকু একা তুমি নিয়েছিলে
কভু দোষ দেবোনা তোমায়
ওও ফুলে ভরা মনে বিষাদী পাপড়ি
দিয়েছিলে তুমি আমায়
সুভাসটুকু একা তুমি নিয়েছিলে
কভু দোষ দেবোনা তোমায়
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ