কবিতা - Kobita Lyrics - Ayub Bacchu


গানঃ কবিতা
শিল্পীঃ আয়ুব বাচ্চু

 

কবিতা তুমি এখনও

রাত হলে কি তারাদের গুনো ?

কবিতা তুমি এখনও

বিকেল হলে সেই গান শুনো?

যেই গান তুমি শুনিয়ে

গড়ে ছিলে এই মনে আবাস!

যেই গান গুনগুনিয়ে

দিলে আমায় তোমার আকাশ!

আজ কবিতা অন্য কারো

দু'হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন

মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

আজ কবিতা অন্য কারো

দু'হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন

মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

 

ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি

পুরনো সেই সে আকাশ,

স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে

পরিচিত দীর্ঘশ্বাস।

ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি

পুরনো সেই সে আকাশ,

স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে

পরিচিত দীর্ঘশ্বাস।

আজ কবিতা অন্য কারো

দু'হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন

মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

 

অভিযোগ নয়তো নয়

প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়

নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে

অযাযিত সংশয়।

অভিযোগ নয়তো নয়

প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়

নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে

অযাযিত সংশয়।

আজ কবিতা অন্য কারো

দু'হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন

মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

কবিতা তুমি এখনও রাত

হলে কি তারাদের গুনো ?

কবিতা তুমি এখনও

বিকেল হলে সেই গান শুনো?

যেই গান তুমি শুনিয়ে

গড়ে ছিলে এই মনে আবাস!

যেই গান গুনগুনিয়ে

দিলে আমায় তোমার আকাশ!

আজ কবিতা অন্য কারো

দু'হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন

মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

আজ কবিতা অন্য কারো

দু'হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন

মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

Post a Comment

Previous Post Next Post