এক ঝলকে - Ek Jholoke


গানঃ এক ঝলকে
শিল্পীঃ হৃদয় খান

 

এক ঝলকে আমাকে ছুয়ে গেল যে

দুচোখ ফেরাতেই দেখি নেই সে

যাচ্ছি বেসে ভালো লাগার আবেশে

পাগল করে দিয়ে সে আমায়

কাছে থেকেও দূরে রয়ে যায়

কাছে থেকেও দূরে রয়ে যায়

 

চাঁদের আলো দিয়ে রূপসী বানিয়ে

পাঠিয়ে বিধাতা দিয়েছে জানিয়ে

প্রতি অনুভবে সে, আমারই হবে সে

হৃদয়ে রবে সে, যাবেনা হারিয়ে

ঘুম হিন, রাত চলে যায়

কাছে থেকেও দূরে রয়ে যায়

কাছে থেকেও দূরে রয়ে যায়

 

হুমম চুড়ি ভাঙা হাসি, প্রেমেরইতো ফাঁসি

স্বপ্নেরই সাগরে, ডুবি আর ভাসি

পিছু পিছু ডাকে সে, সুখ ছবি আঁকে সে

কিছু অনুরাগে সে, বলে ভালোবাসি

মরেছি রূপের মায়ায়

কাছে থেকেও দূরে রয়ে যায়

কাছে থেকেও দূরে রয়ে যায়

Post a Comment

Previous Post Next Post