তুই ছুলি যখন - Tui Chuli Jokhon


গানঃ তুই ছুলি যখন
শিল্পীঃ আরজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

 

তুই হাসলি যখন

তোরই হল এ মন

তুই ছুলি যখন

তোরই হল এ মন

দুচোখে আকছে শীত

বাহারি ডাকটিকিট

দুচোখে আকলো শীত

বাহারি ডাকটিকিট

আলসে রোদের চিঠি

পাঠালো পিয়ন

 

তুই ছুলি যখন

তোরই হল এ মন

ইতি উতি কারনিসে

আলো ছায়া যায় মিশে

চলোনা কুড়বো আবার

এলোমেলো চেনা রোদে

বসন্ত যায় যায়

যায় জুটে

ভালোবেসে জীবন কাবার

গুরো গুরো করিডরে

চুপি সারে পাতা ওরে

আজ বাতাশ ও মাতাল

বেপরোয়া হাফ ছুটি

মাখাচ্ছে খুনশুটি খুনশুটি

ভালোবেসে উথাল পাথাল

 

এতো কথা বলি যাকে

চিনি আমি চিনি তাকে

এতো কথা বলি যাকে

চিনি আমি চিনি তাকে

চোখে চোখে কথপকথন

তুই ছুলি যখন

তোরই হল এ মন

তুই হাসলি যখন

তোরই হল এ মন

দুচোখে আকছে শীত

বাহারি ডাকটিকিট

দুচোখে আকলো শীত

বাহারি ডাকটিকিট

আলসে রোদের চিঠি

পাঠালো পিয়ন

Post a Comment

Previous Post Next Post