গানঃ প্রিয়া তোরে দোষ দেব কী
শিল্পীঃ পলাশ
প্রিয়া তোরে দোষ দিবো কি
কপাল যে মোর পোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
প্রিয়া তোরে দোষ দিবো কি
কপাল যে মোর পোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
তেলের সাথে জলের যেমন
যায়না পিরিত করা
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
একসময় তোর আপন ছিলাম এখন আমি পর
আমায় ফেলে করছিস এখন অন্য লোকের ঘর
একসময় তোর আপন ছিলাম এখন আমি পর
আমায় ফেলে করছিস এখন অন্য লোকের ঘর
পাথরের মন দিয়ে কি যায়যে পিরিত করা
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
বুকের মাঝে রেখে তোরে দিয়েছিলাম মন
মনটা আমার ভেঙ্গে দিলি কি ছিলো কারণ
বুকের মাঝে রেখে তোরে দিয়েছিলাম মন
মনটা আমার ভেঙ্গে দিলি কি ছিলো কারণ
পাথরের মন দিয়ে কি যায়যে পিরিত করা
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
প্রিয়া তোরে দোষ দিবো কি
কপাল যে মোর পোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
প্রিয়া তোরে দোষ দিবো কি
কপাল যে মোর পোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
তেলের সাথে জলের যেমন
যায়না পিরিত করা
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া
তোর সাথে যে মিললো নারে
ভালোবাসার জোড়া