গানঃ ফিরে আয়
শিল্পীঃ ইমরান মাহমুদুল
ফিরে আয় তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
হয়েছে যা হবার ভুলে যা একবার
তুই বিহনে মন যে পোড়ে
জানি ভালোবাসিস তবু দূরে আছিস
অভিমান বুকে আপন করে
কখনো যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয় তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয় ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ঘুম ছাড়া রাত জানে
রাত জাগা চোখ জানে
তোর অভাব কতটা পোড়ায়
তোর কাছে যে আমি ছিলাম অনেক দামী
তাকে ছেড়ে তুই আছিস কোথায়
কখনো যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয় তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয় ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
আর কতো দিন গেলে
অভিমান ঝেড়ে ফেলে
আসবি ফিরে তুই আমার কাছে
আর ভালো লাগেনা
নিঃশ্বাস চলেনা
বুকটা যে ভারী হয়ে আছে
কখনো যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয় তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয় ফিরে আয়
জলে চোখ ভেসে যায়