গানঃ যেটুকু সময় তুমি থাকো পাশে
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এদেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এদেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
ব্যথার সমাধিতে বসে এমন
ফোটায় আশার ফুল রাশি রাশি
যখন দেখি ওই মুখে হাসি
স্বপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও
জাগরণে এসে কাছে দারাও
যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এদেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
শিশু কালের রুপকথাগুলো
পায়ে পায়ে সব আসে ফিরে
তোমার কথা রুপকথা ঘিরে
ভুলেভরা যত স্বরলিপি
গানের কোকিল হয়ে ওঠে ডেকে
কাছে এলে তুমি দূরে থেকে
যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এদেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আধার