গানঃ প্রিয়া রে প্রিয়া রে
শিল্পীঃ জুবীন গ্রাগ
প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে এই হিয়া রে
প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে এই হিয়া রে
ভালবাসা কেন এত অসহায়,
বুকে প্রেম মনে আশা নিভে যায়
ভালবাসা কেন এত অসহায়,
বুকে প্রেম মনে আশা নিভে যায়
এই পথে আজ আছি
একই সাথে,
কাল যদি মাঝ পথে
দূরে যেতে হয়
প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে
প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে এই হিয়া রে
ভালবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত
ভালবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত
দিলও ব্যাথা আধারের নিরবতা,
মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ
প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে মন.. কাঁদে এই হিয়া রে
প্রিয়া রে প্রিয়া রে,
কাঁদে এই হিয়া রে
প্রিয়া রে প্রিয়া রে,
কাঁদে এই হিয়া রে
ভালবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়
ভালবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়
ঘর ছেড়ে চলে এসে এত দুরে,
প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়
প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে মন.. কাঁদে এই হিয়া রে
প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে এই হিয়া রে
প্রিয়া রে প্রিয়া রে
কাঁদে এই হিয়া রে