একা একেলা মন - Eka Ekela Mon


গানঃ একা একেলা মন
শিল্পীঃ আরজিৎ সিং
ছায়াছবিঃ চিরদিনই তুমি যে আমার

 

একা একেলা মন

চিনেছে মন কেমন

চিনেছে মন কেমন

কিনেছে মন কেমন

একা একেলা মন

চিনেছে মন কেমন

চিনেছে মন কেমন

কিনেছে মন কেমন

ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ

আনমনা মন কেমন

মনমরা মন কেমন

একা একেলা মন

ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়

তুমি হেঁটে গেলে

ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ

তুমি আসবে বলে

ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়

তুমি হেঁটে গেলে

ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ

তুমি আসবে বলে

মুখের আদলে কত কি যে বলে হারালে এখন

আনমনা মন কেমন

মনমরা মন কেমন

একা একেলা মন

কিছু আশা বাকি, ভালোবাসা বাকি

আরও কত কি যে

ফিরে এসো কাছে, কথা জমে আছে

হাজার বৃষ্টি ভিজে

কিছু আশা বাকি, ভালোবাসা বাকি

আরও কত কি যে

ফিরে এসো কাছে, কথা জমে আছে

হাজার বৃষ্টি ভিজে

আশেপাশে চলো, তবুও না বলো, হলো কি এমন?

আনমনা মন কেমন

মনমরা মন কেমন

একা একেলা মন

চিনেছে মন কেমন

চিনেছে মন কেমন

কিনেছে মন কেমন

ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ

আনমনা মন কেমন

মনমরা মন কেমন

একা একেলা মন

Post a Comment

Previous Post Next Post