গানঃ প্রেম আমার
শিল্পীঃ জিৎ গাঙ্গুলী
ছায়াছবিঃ চিরদিনই তুমি যে আমার
কোন ভুলে তুমি শুলে বলো
এই ফুল সজ্জায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে
ওরা কেন চলে যায়
কোন ভুলে তুমি শুলে বলো
এই ফুল সজ্জায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে
ওরা কেন চলে যায়
জীবন পথে চলতে শিখা
ওই হাতেরই ছোঁয়ায়
আজ ভাঙ্গা বুক
খোঁজ হাসি মুখ
দেখি জ্বলে সে চিতায়
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশ ঘর
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধুধু মরু প্রান্তর
তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশ ঘর
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধুধু মরু প্রান্তর
তবু প্রেম এসে ভালো বেসে
আজ দেখা দিয়ে যায়
যেই ছুঁতে যাই আমি হাত বাড়াই
কেন দূরে সরে যায়
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
প্রেম আমার
প্রেম আমার
প্রেম আমার
ওহ.. প্রেম আমার