বড় একা একা লাগে আমার - Boro Eka Eka Lage Amar


গানঃ বড় একা একা লাগে আমার
শিল্পীঃ জিৎ গাঙ্গুলী

 

আছে ভালোবাসা নেই অধিকার

আছে ভালোবাসা নেই অধিকার

লাগেনা ভালো আর

লাগেনা ভালো আর

বড় একা একা লাগে আমার

বড় একা একা লাগে আমার

লাগেনা ভালো আর

লাগেনা ভালো আর

 

আলেয়ার পিছে ছুটে মিছে মিছে

বুঝিনিতো আলোর ভাষা

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা

আধারে খুঁজে মন

আলোতে সারাক্ষণ

মেলেনা ওহহহহ মেলেনা

করে তুমি তুমি মন যে আমার

করে তুমি তুমি মন যে আমার

লাগেনা ভালো আর

লাগেনা ভালো আর

আছে ভালোবাসা নেই অধিকার

আছে ভালোবাসা নেই অধিকার

লাগেনা ভালো আর

লাগেনা ভালো আর

Post a Comment

Previous Post Next Post