প্রেম রসিকা হব কেমনে



গানঃ প্রেম রসিকা হব কেমনে

Song: Prem Rosika Hobo Kemone

শিল্পীঃ বাউল শফি মন্ডল

কথা ও সুরঃ ফকির লালন শাহ

ধরণঃ লালন সঙ্গীত



করি মানা কাম ছাড়ে না,
করি মানা কাম ছাড়ে না মদনে।
মদনে।
প্রেম রসিকা হব কেমনে,
বলো, প্রেম রসিকা হব কেমনে?
করি মানা কাম ছাড়ে না,
করি মানা কাম ছাড়ে না মদনে।
মদনে।
প্রেম রসিকা হব কেমনে,
বলো, প্রেম রসিকা হব কেমনে?


এই দেহেতে মদন রাজা করে কাচারি,
কর আদায় করে নিয়ে মদন যায় হুজুরি।
এই দেহেতে মদন রাজা করে কাচারি,
কর আদায় করে নিয়ে মদন যায় হুজুরি।
মদন তো দুষ্ট ভারি,
তারে দাও তহশিলদারি।
মদন তো দুষ্ট ভারি,
তারে দাও তহশিলদারি।
করে সে মুনশিগিরি গোপনে।
গোপনে।
প্রেম রসিকা হব কেমনে,
বলো, প্রেম রসিকা হব কেমনে?


চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা,
আমি তা জিজ্ঞাসিলে গুরু তুমি বলো না।
চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা,
আমি তা জিজ্ঞাসিলে গুরু তুমি বলো না।
সাধু সব চুরি করে, চোর দেখে পালায় ডরে।
সাধু সব চুরি করে, চোর দেখে পালায় ডরে।
নিয়ে যায় শূন্য করে কোনখানে?
গোপনে।
প্রেম রসিকা হব কেমনে,
বলো, প্রেম রসিকা হব কেমনে?


লালন শাই যে বিনয় করে সিরাজ সাঁই এর পায়,
স্বামী মারিলে লাথি নালিশ করিব কোথায়।
লালন শাই যে বিনয় করে সিরাজ সাঁই এর পায়,
স্বামী মারিলে লাথি নালিশ করিব কোথায়।
স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি?
স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি?
কেমনে হব সতী চরণে?
চরনে।
প্রেম রসিকা হব কেমনে,
বলো, প্রেম রসিকা হব কেমনে?

করি মানা কাম ছাড়ে না,
করি মানা কাম ছাড়ে না মদনে।
মদনে।
প্রেম রসিকা হব কেমনে,
বলো, প্রেম রসিকা হব কেমনে?
বলো, প্রেম রসিকা হব কেমনে?
বলো, প্রেম রসিকা হব কেমনে?

Post a Comment

Previous Post Next Post